নিউজিল্যান্ডের সিরিজে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১ সেপ্টেম্বর শুরু হয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় চলতি বছরের আইপিএল। মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান আসরে রয়েছেন। যেহেতু আবার আইপিএল শুরু হচ্ছে। আর সেসময় কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুজনকে এনওসি দেবে আইপিএল খেলার জন্য।
সাকিব বর্তমান যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে রয়েছেন। মোস্তাফিজ দেশের বাড়ি সাতক্ষীরায় অবস্থান করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বিশ্রাম পেয়েছে ক্রিকেটাররা। ২৪ আগস্ট বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বায়ো বাবলে প্রবেশ করবে। ওই দিন নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে। আর ১ সেপ্টেম্বর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ওমান ও আরব আমিরাতে। সাকিব ও মোস্তাফিজ যদি আইপিএলে খেলে তাহলে সেটা বাংলাদেশ দলের জন্যই ভাল। আর সেজন্যই ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র যাচ্ছেন এই দুজন। সাকিব কলকাতা ও মোস্তাফিজ রাজস্থানের হয়ে খেলছেন। বিশ্বকাপে বাছাই খেলে পরের পর্বে যেতে হবে বাংলাদেশকে। আর বাছাই পর্বের ম্যাচ রয়েছে ওমানে। আর পরের পর্ব রয়েছে আরব আমিরাতে।