ঘানাকে হারিয়েও বিদায় নিতে হলো উরুগুয়ের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২২, ১১:২৪ পিএম

ঘানাকে হারিয়েও বিদায় নিতে হলো উরুগুয়ের

ঘানাকে হারালেও কপাল পুড়লো উরুগুয়ের। এইচ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। রানারআপ হয়ে নকআউটে গেলো দক্ষিণ কোরিয়াও। ছিটকে গেলো উরুগুয়ে এবং ঘানা দুই দলই।

পুরো ম্যাচজুড়ে তাই বেশি গোল করে এগিয়ে থাকার চাপ ছিল লুইস সুয়ারেজদের ওপর। সেই চাপ সামলে ৩২ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। ওদিকে পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচ সমতায় থাকায় কিছুটা স্বস্তিও ছিল।

কিন্তু ৯১ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে এগিয়ে যেতেই হতাশা নেমে আসে উরুগুয়ে ডাগআউটে। তখনও ম্যাচে বাকি ছিল ৬ মিনিট, পরে যোগ করা সময় হয়ে আসে আরও ১০ মিনিট। এই ১৬ মিনিট আরও ২টি গোল করতে হত উরুগুয়েকে। সেটি আর হয়নি।

ঘানার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেও তাই গোল দেওয়ায় ২ গোল পিছিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।

Link copied!