ডি মারিয়া ঝলকে গোমেজের গোল, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২১, ০৭:৪৭ এএম

ডি মারিয়া ঝলকে গোমেজের গোল, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে

কোপা আমেরিকায় ভোরে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে আলেজান্দ্রো ডারিয়া গোমেজ ম্যাচের ১০ মিনিটে গোল করেন। এই গোলেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়। আর কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে। এছাড়া এই ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে চিলিও।  

এর আগে চিলি ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। ২৬ মিনিটে ভার্গাসের গোলে লিড নিয়েছিল চিলি। ৬৬ মিনিটে আত্মঘাতি গোল করেন চিলির আরতুরো ভিডাল। আগের ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে আর্জেন্টিনার কাছে হেরেছিল। 

আর্জেন্টিনার গ্রুপ পর্বে আর একটি ম্যাচ বাকি। সেটা এখন ড্রেস রিহার্সেল হবে কোয়ার্টার ফাইনালের। নিজেদের বাজিয়ে দেখতে চাইবেন মেসিরা। 

এই প্যারাগুয়ের ম্যাচে মূল একাদশে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরো। ডি মারিয়া তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। 

এই ম্যাচটি ছিল মেসির রেকর্ডের। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলেছেন জাভিয়ার মাসচেরানো। মেসি ১৪৭টি ম্যাচ খেলে মাসচেরানোকে ছুঁয়েছেন।  

আর্জেন্টিনা ৩ ম্যাচ খেলেছে কোপা আমেরিকায়। সবার ৪টি করে ম্যাচ। ৩ ম্যাচে ২টি জয় ও ১টি ড্র তাদের। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেসিরা (গ্রুপ এ)। অন্যদিকে ব্রাজিল ২ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। ব্রাজিলেরও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। 

আর্জেন্টিনা এখন নিয়মরক্ষার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বলিভিয়ার সঙ্গে। আর সেটা ২৯ জুন ভোর ৬টায়। 

Link copied!