ফাইনাল খেলবে আর্জেন্টিনা, কিন্তু বিশ্বকাপ নেবে ফ্রান্স, জানালেন এ কালের নস্ট্রাডামুস

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ০৮:৫৯ এএম

ফাইনাল খেলবে আর্জেন্টিনা, কিন্তু বিশ্বকাপ নেবে ফ্রান্স, জানালেন এ কালের নস্ট্রাডামুস

বিশ্বকাপের এবারে শেষ সময়ে কোন ম্যাচে কে জিতবেন, কে হয়ে উঠবেন ম্যাচের তারকা; এসব নিয়ে চলছে গবেষণা। এবার বিশ্বকাপের ফাইনালের ভবিষ্যদ্বাণী করে রীতিমতো হইচই ফেলে দিলেন ‘দ্য লিভিং নস্ট্রাডামুস’ খ্যাত ব্রাজিলিয়ান জ্যোতিষ অ্যাথোস সালোমি। এর আগেও তিনি সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছিলেন।

এবার তিনি গণনা করে বলেছেন, দুই ফাইনালিস্ট এবং বিশ্ব চ্যাম্পিয়নের নাম।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট দিয়ে আথোস সালোমে বলেছেন, সালোমে লেখেন, সেমিফাইনালে ফেভারিট আর্জেন্টিনা। তাদের নাম্বার টেন মেসি বহুদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে, কালকের ম্যাচটি (সেমিফাইনাল) মোটেও সহজ হবে না। তাদের সতর্ক থাকতে হবে। ক্রোয়েশিয়া চাইবে মেসির দলকে আসর থেকে বিদায় করতে। তবে, আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমি কয়েক মাস আগে থেকেই বলে আসছি। আর কোয়ার্টার ফাইনালে তা প্রমাণিতও হয়েছে।

আথোস সালোমে তাঁর পোস্টে আরও বলেছেন, ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে অত্যন্ত চতুর খেলোয়াড় এবং খুব ভালোও খেলছে। আর্জেন্টিনার উচিত সামনের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া যদি তারা ফ্রান্সকে মোকাবেলা করতে চায়। আর্জেন্টিনা ও মরক্কোর ফাইনাল? মরক্কোর হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফাইনালে ক্রোয়েশিয়া বনাম মরক্কো কিংবা ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া হওয়ার সম্ভাবনা দেখছি না। তবে আপনার জন্য অবাক হওয়ার সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে!

তবে এই জ্যোতিষী এটাও বলেন, আমি কথা দিয়েছিলাম বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলবো না। কারণ, আমি খেলা বুঝি না, বিশেষ করে ফুটবল। তবে অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমি বিশ্বকাপ সম্পর্কে গণনা করতে পারি। ফলোয়াররা আমাকে গণনার জন্য চাপ দিচ্ছে। নিজেকে এখন মনে হচ্ছে একজন ধারাভাষ্যকার!

Link copied!