তেঁতুলিয়ায় শীত বাড়ছে, তাপমাত্রা নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ১২:২৩ পিএম

তেঁতুলিয়ায় শীত বাড়ছে, তাপমাত্রা নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে

ছবি: সংগৃহীত

হিমেল হাওয়ার দাপটে উত্তরাঞ্চলে তাপমাত্রা ক্রমশ নিচে নামছে। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় — ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, কয়েকদিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। সূর্যাস্তের পরপরই শীতের অনুভূতি স্পষ্ট হয়, যা ভোর পর্যন্ত টিকে থাকে।

পূর্ববর্তী কয়েক দিনের হিসাব অনুযায়ী, মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি, সোমবার ১৬.৫ ডিগ্রি এবং রোববার ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

জিতেন্দ্র নাথ রায় আরও জানান, বর্তমান তাপমাত্রার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নভেম্বরের শেষ সপ্তাহে এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

হিমালয়ের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আগে শীত নামে এবং দেরিতে বিদায় নেয়। কয়েকদিন ধরে রাতের দিকে শীতের তীব্রতা বাড়ছে; স্থানীয়রা ইতোমধ্যে লেপ ও কম্বল ব্যবহার শুরু করেছেন।

Link copied!