সিরিজ জিততে ১১৮ রান দরকার বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ১০:৩৩ পিএম

সিরিজ জিততে ১১৮ রান দরকার বাংলাদেশের

ইংল্যান্ডকে দ্বিতীয় টি টোয়েন্টিতেও হারাবে বাংলাদেশ। এমন বিশ্বাস নিয়ে ২২ হাজার সমর্থক মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরের পর হাজির হন। তাদের ভাবনাকে সত্য করতেই তাসকিন-মাহমুদ-মিরাজরা জ্বলে উঠলেন। চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি জয় করেছে টাইগাররা। এবার রবিবার দ্বিতীয় ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান। 

ইংল্যান্ড শুরু থেকেই চাপে ছিল। তাসকিন আক্রমণের সূচনা করেন। ডেঞ্জারম্যান মালানকে আউট করেন তিনি। ইংল্যান্ডের ২০ রানের ওপরে করেছেন মাত্র ২ জন। ফিল সল্ট ২৫ ও বেন ডাকেট ২৮ রান করেছেন। মিরাজ ইংল্যান্ডকে শেষ করে দেন। ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। 

ইংল্যান্ডের ভয়ঙ্কর ব্যাটসম্যান বাটলারকে আবার আউট করেন মাহমুদ। ৪ রানে বোল্ড হন তিনি। আর এতেই বাজিমাত। 

ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়ায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি রয়েছে। এ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে সিরিজ জিততে পারবে দলটি।

এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।

Link copied!