‘কালো জাদুর’ আশ্রয় নিচ্ছে আর্জেন্টাইনরা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০১:০২ পিএম

‘কালো জাদুর’ আশ্রয় নিচ্ছে আর্জেন্টাইনরা

কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসের মাধ্যমেই বর্তমানকে অনেসময় আঁকড়ে ধরতে চায় মানুষ। ফ্রান্স- আর্জেন্টিনার লড়াইয়ে ফুটবলপ্রেমীরা হয়ত এমন একটা জায়গায় এসেই দাঁড়িয়েছেন।

৩৬ বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ফ্রান্সের কাছে হেরেই গতবার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছিল আর্জেন্টিনার। এবার যেন তাদের কাছে হেরে কাঁদতে না হয়, সেজন্য ‘কালো জাদুর’ আশ্রয় নিচ্ছে কতিপয় আর্জেন্টাইন।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বেশ আলোচিত হয়েছে ‘অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন জাদুকর’ আইডি। সেখান থেকেই ছড়ানো হচ্ছে ফ্রান্সকে কালো জাদু করা সম্পর্কিত নানা রকম তথ্য।

অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন জাদুকর থেকে জানানো হয়, ‘তারা অনেক শক্ত কিছু দিয়ে আবদ্ধ এবং বিশেষ করে এমবাপেকে তারা এভাবে আটকে রেখেছে।’

তবে শত বাধা অতিক্রম করে হলেও ফ্রান্স দলকে কালো জাদুর আয়ত্তে নিয়ে আসার ব্যাপারে অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর। তাদের কথায়- ‘আমাদের আকুল ভালোবাসা, শক্তি এবং সম্প্রীতি আর্জেন্টিনা দলকে আরও সুরক্ষিত রাখবে। যদি আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে, তাহলে এটা হবে আমাদের বড় বিজয়।’

Link copied!