ইতালির জয়ে শুরু

আলবেনিয়ার বাজরামির ২২ সেকেন্ডে গোল ও রেকর্ড

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১১:০৩ এএম

আলবেনিয়ার বাজরামির ২২ সেকেন্ডে গোল ও রেকর্ড

ইতালির বিপক্ষে ম্যাচের ২২ সেকেন্ডে গোল করেন বাজরামি। ছবি: এক্স

ইউরোর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করলেন আলবেনিয়ার নেদিম বাজরামী। ম্যাচের তখন ১৯ সেকেন্ড। থ্রো থেকে ভেসে আসা বল ডি বক্সে রিসিভ করে গোল করেন বাজরামী। তখন ম্যাচের ২২ সেকেন্ড। ২২ সেকেন্ডে গোল করে রেকর্ডের পাতায় প্রবেশ করেন তিনি। এটাই ইউরোর ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল।  

ইউরোর বর্তমান ইতালি। প্রথম ম্যাচেই এমন ধাক্কায় তারা অবাক। তবে ১১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি ও ১৬ মিনিটে নিকোলা বারেলা গোল করেন ইতালির হয়ে। এই স্কোরেই শেষ হয় ম্যাচ। জয়ে ইউরো শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

এই ইতালির গ্রুপে রয়েছে স্পেন ও ক্রোয়েশিয়া। গতকাল স্পেন ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। 

Link copied!