তুরস্ককে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

জুন ২৩, ২০২৪, ১২:৫৬ এএম

তুরস্ককে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

খেলা শেষে তুরস্কের এক সমর্থক ছুঁটে আসেন রোনালদোর কাছে। ছবি : এক্স

তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। এই ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অ্যাসিস্ট করে রেকর্ডে বুকে তিনি। 

ম্যাচে বার্নার্ডো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ গোল করেন। আরেকটি গোল তুরস্ক আত্মঘাতি থেকে করেছে। টানা দুই জয় পর্তুগালের। এক ম্যাচ এখনও হাতে রয়েছে তাদের।

রোনালদো অষ্টম রেকর্ড সর্বোচ্চ অ্যাসিস্ট করলেন ইউরো চ্যাম্পিয়নশিপে। এছাড়া তার গোল সর্বোচ্চ ১৪টি রয়েছেই।  

Link copied!