১০ মাসে ৫ কোটি ডলার নিয়ে গেছেন ভারতীয়রা, সংসদে অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০৭:৩৬ পিএম

১০ মাসে ৫ কোটি ডলার নিয়ে গেছেন ভারতীয়রা, সংসদে অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

চলতি অর্থ বছরের (২০২৩-২৪) জুলাই-এপ্রিল পর্যন্ত ১০ মাসেই ভারতীয়রা ৫০ দশমিক ৬০ বিলিয়ন ডলার (৫ কোটি ডলার) নিয়ে গেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সময় বাংলাদেশ থেকে বিদেশিরা নিজ নিজ দেশে মোট ১৩০.৫৮ বিবলিয়ন ডলার নিয়ে যাওয়ার তথ্য তুলে ধরেন তিনি।

সোমবার (২৪ জুন) সংসদ অধিবেশনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের বছরের আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশে ব্যাংকে সংরক্ষিত নেই। চলতি অর্থ বছরের (২০২৩-২৪) জুলাই-এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশিরা তাদের আয় থেকে ১৩০.৫৮ বিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।

সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে, এই সময়ের মধ্যে ভারতীয়রা ৫০ দশমিক ৬০ মিলিয়ন, চীনারা ১৪ দশমিক ৫৬ মিলিয়ন, শ্রীলঙ্কানরা ১২ দশমিক ৭১ মিলিয়ন, জাপানিরা ৬ দশমিক ৮৯ মিলিয়ন, কোরীয়রা ৬ দশমিক ২১ মিলিয়ন, থাইরা ৫ দশমিক ৩০ মিলিয়ন, যুক্তরাজ্য ৩ দশমিক ৫৯ মিলিয়ন, পাকিস্তান ৩ দশমিক ২৪ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ৩ দশমিক ১৭ মিলিয়ন, মালয়েশীয়রা ২ দশমিক ৪০ মিলিয়ন এবং অন্যান্য দেশের নাগরিকরা ২১ দশমিক ৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন।

Link copied!