লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চায় আরব যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২৪, ১২:১১ পিএম

লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চায় আরব যোদ্ধারা

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলবিরোধী যুদ্ধে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হাজারো যোদ্ধা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে এসব গোষ্ঠীর শীর্ষ নেতা এবং রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, গাজায় অভিযান বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষোভ একটি পুর্নাঙ্গ যুদ্ধে মোড় নেবে।

এদিকে সীমান্ত এলাকা থেকে সরে যাওয়া নিয়ে আলোচনা শেষ না হলে হিজবুল্লাহকে লেবাননে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা।

চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার নিহতের পর ইসরায়েলের উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়। উত্তর ইসরায়েলে শত শত রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা করে প্রতিশোধ নেয় হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরুর ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাসের হামলার পর ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা করে। এখন লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও আছে।

সূত্র: এপি

Link copied!