মাশরাফি ও সাকিব খেলছেন না বিপিএলে

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:০৫ পিএম

মাশরাফি ও সাকিব খেলছেন না বিপিএলে

সাকিব আল হাসান চিটাগং কিংস ও মাশরাফির সিলেটে খেলার কথা ছিল বিপিএলে। কিন্তু সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ রয়েছে। আর মাশরাফি নিজেই সিলেট থেকে নাম সরিয়ে নিয়েছেন।

রনি তালুকদার সিলেটের অধিনায়ক হয়েছেন। ফলে সাকিব দেশেও ফিরছেন না। আর মাশরাফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এ দুুজনকে ছাড়া হচ্ছে বিপিএল।

৩০ ডিসেম্বর বিপিএল শুরু হবে। সাকিব মাশরাফিকে নিয়ে কথা উঠেছে। তারা খেলছেন না এবার। 

 

Link copied!