মাহমুদউল্লাহ রিয়াদ (৬২) ও তানজিম সাকিবের (৪৫) জন্য বাংলাদেশ ২২৭ রান করতে পেরেছে। কারণ ১১৫ রানে সেন্ট কিটসে তারা ৭ উইকেট হারায়।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের জন্য ২২৮ রানের টার্গেট দিয়েছেন মিরাজরা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নিয়েছিল। তানজিদ হাসান (৪৬) শুধু টপ অর্ডারে সফল। বাকিরা এসেছে আর প্যাভিলিয়নে গেছেন।
জেডেন সিলেস ৪ উইকেট নিয়েছেন ২২ রানে।