১৭ জুন ভোরে বাংলাদেশ-নেপাল মুখোমুখি

ঈদের দিন জয় উপহার দিতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১১:৪৪ এএম

ঈদের দিন জয় উপহার দিতে চান  সাকিব

ঈদ উল আজহার দিন জয় উপহার দিতে চান বাংলাদেশের পেসার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় সোমবার ভোরে বাংলাদেশ ও নেপাল টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ এটি। বাংলাদেশ জিতলে চলে যাবে সুপার এইটে। আবার বৃষ্টিতে ভেসে গেলেও ১ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাবে টাইগাররা। এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার স্বপ্নের বিভোর বাংলাদেশ।

সাকিব আল হাসান চান, ঈদের দিন জয় উপহার দিতে। তিনি বলেন,‘ নেপালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিতলেই  আমরা দ্বিতীয় রাউন্ডে । আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।’

বাংলাদেশ ও নেপাল একবার টি টোয়েন্টি ম্যাচ খেলেছে। সেটা ছিল ২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে। চট্টগ্রামে অনুষ্ঠিত সে ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয় তুলে নেয়।

 

Link copied!