সুজন ও সালাউদ্দিন নয়, হাথুরুসিংহেই কোচ থাকছেন!

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩০, ২০২৪, ০৭:০৪ এএম

সুজন ও সালাউদ্দিন নয়, হাথুরুসিংহেই কোচ থাকছেন!

চন্ডিকা হাথুরুসিংহের কাজে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব নিশ্চিত করেছে। আর তার সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক ভাল এমনটা খোদ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দাবি করেছেন।

খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন ঘরোয়া  ক্রিকেটে সফল কোচ। সংবাদমাধ্যমে বিভিন্ন সময় বলেছেন তারা কোচ হতে চান। নাজমুল হাসান পাপন দাবি করেছেন,‘  আমি যখন কোচ খুঁজি তখন আমার সামনে এসে তো বলে না। খালি মিডিয়াতে বলে এসব কথা।’

২০২৫ সালের ফেব্রুয়ারি অবধি হাথুরুসিংহের সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নাজমুল হাসান দাবি করেছেন, প্রতিটি ক্রিকেটারের সঙ্গে তার ভাল সম্পর্ক। বাংলাদেশের আবহে তার মানিয়ে নিতে কষ্ট হয়েছে। 

বর্তমানে প্রচুর ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ চলছে। এসময় ফুলটাইম কোচ পাওয়া ক্রিকেট বোর্ডের জন্য কঠিন হয়ে গেছে। ফলে ক্রিকেট বোর্ড চাইছে না হাথুুরুসিংহে চলে যাক।

আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি আছে। সেখানে কি ফল হয় সেটার ওপর নির্ভর করছে অনেক কিছুই। হাথুরু থাকতে চাইলে বিসিবির কোনো সমস্যা নেই আপাতত! 

Link copied!