বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের প্রথম সেঞ্চুরিতে তৃতীয় দল হিসেবে বিপিএলে প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার লিগ পর্বে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে চট্টগ্রাম ৬৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ।
এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে প্লে-অফে নাম লেখালো চট্টগ্রাম। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানেই থাকলো খুলনা।
চট্টগ্রামের কাছে হারের ফলে প্লে-অফের আশা অনেকাই নিভে গেছে খুলনার। কারন ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকা ফরচুন বরিশালের চেয়ে রান রেটে অনেক পিছিয়ে পড়েছে খুলনা।
শেষ ম্যাচে বরিশালের বড় ব্যবধানে হার এবং নিজেদের ম্যাচে বিশাল বড় জয় পেতে হবে খুলনাকে। রান রেটের বর্তমান চিত্র অনুযায়ী যা খুলনার জন্য খুবই কঠিন বলে মনে হচ্ছে। বর্তমানে বরিশালের রান রেট ০.৪৩৪ এবং খুলনার -০.৪০০।