আইসিসির বর্ষসেরা সূর্যকুমার

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ০১:৪৪ এএম

আইসিসির বর্ষসেরা সূর্যকুমার

ধারাবাহিক ভালো খেলার পুরষ্কার পেলেন সূর্যকুমার যাদব। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। আজ বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি  ২০২২ সালের সেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেরা হওয়ার লড়াইয়ে সূর্যকুমার পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারেন ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে। এদিকে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্র্যা।

২০২২ সালটা দুর্দান্ত কেটেছে সূর্যকুমারের। ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান গতবছর টি-টোয়েন্টিতে ১৮৭.৪৩ স্ট্রাইকরেটে ১ হাজার ১৬৪ রান করেছেন। নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে তার ক্যারিয়ার সেরা ৫৫ বলে ১১৭ রানের ইনিংসটা স্মরণীয় হয়ে থাকবে। মাঠের চারপাশে শট খেলতে পারার কারণে ভারতীয় এই ব্যাটসম্যানকে ‘৩৬০ ডিগ্রি’ নামে ডাকা হয়।

সূর্যকুমার আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও আছেন শীর্ষে। ৯০৮ রেটিং পয়েন্ট তার। এরপর আছেন রিজওয়ান, ডেভন কনওয়ে, বাবর আজম ও এইডেন মার্করাম।

এদিকে গত বছর ব্যাট হাতে  ১৬ ম্যাচে ৬২.১৪ গড়ে ৪৩৫ রান করেন ম্যাকগ্রা। বল হাতে উইকেট নিয়েছেন ১৩টি। যা তাকে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি নারী ক্রিকেটার করেছে।

সহযোগী দেশগুলোর মধ্যে সেরা নারী ক্রিকেটার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার ইশা ওঝা।

Link copied!