টানা তিন সেঞ্চুরির পর অবশেষে থামলেন বাবর আজম। অবশ্য সেটাও ৭৭ রানের ইনিংস খেলে। আজও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু হলো না এবার। কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারলেন না তিনি।
প্রথম ওয়ানডে পাকিস্তান জিতেছিল। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে তারা। দ্বিতীয় এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
বাবরের শেষ ৫ ইনিংসে ১৫৮, ৫৭, ১১৪, ১০৫*, ১১৩ ও ৭৭।
পাকিস্তান পরে ১৫৫ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত বাবরদের।