চট্টগ্রাম টেস্ট : ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

মে ১৯, ২০২২, ১০:২৫ পিএম

চট্টগ্রাম টেস্ট : ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলংকা

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলংকার প্রথম টেস্ট ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। আজ টেস্টের শেষ দিন ছিল। শ্রীলংকা ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে নেয়। দিনের যে ওভার বাকি ছিল এতে দুদলের কাছে মনে হয়েছে ফল আসা সম্ভব না। সেজন্য ড্র মেনে নিয়েছে দুই দল। 

২ টেস্টের সিরিজ এটি। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে। সিরিজ এখনো ০-০ তে অবস্থান করছে। শ্রীলংকার হয়ে প্রথম ইনিংসে ১৯৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। যিনি ম্যাচসেরা হয়েছেন। 

শ্রীলংকা এই টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ গতকাল ৪৬৫ রানে অলআউট হয়।

শ্রীলংকা আজ দ্বিতীয় ইনিংসে চা বিরতির পরও ধীরস্থির ছিল। তাইজুল ৮২ রানে ৪টি ও সাকিব ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন।

পঞ্চম দিনে ম্যাচে কিছুটা রোমাঞ্চের সঞ্চার করেছিল এবং বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল তাইজুল ইসলামের বোলিং। শেষ অব্দি সাগরিকার রান স্বর্গে ব্যাটসম্যানদের দাপটেই বহাল থাকলো। তাইজুলের প্রাণপণ চেষ্টার পরও জয়ের কাব্য লিখতে পারেনি বাংলাদেশ। 

১৬১ রানে ৬ উইকেট পতনের পর চাপে পড়েছিল শ্রীলঙ্কা। তারপর দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলার ব্যাটিং দৃঢ়তায় আর বিপদ হয়নি লঙ্কানদের। তাদের ৯৯ রানের জুটিতে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬০ রান তুলতেই চা বিরতির পর ড্র মেনে নেয় দুই দল। ডিকওয়েলা অপরাজিত ৬১, চান্দিমাল ১৩৫ বলে ম্যাচ বাঁচানো অপরাজিত ৩৯ রান করেন।  

Link copied!