বেঙ্গালুরুতে আজ ঈদের নামাজ শেষে খাওয়া দাওয়া শেষে বিশ্রাম করেই বসে থাকেনি বাংলাদেশ ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে ১ জুলাইয়ে প্রতিপক্ষ কুয়েত। তপু ও জামালরা সাঁতার কেটে সময় কাটিয়েছেন।
১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে গতকাল ৩-১ গোলে জিতেছে দল। আর এ জয়ে বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জের সামনে। সেমিফাইনালে ওঠার জন্য ৫০ লাখ বোনাস পাবে টিম।
ডিফেন্ডার তপু বর্মন বেশ খুশি। চতুর্থ সাফ খেলতে এসে প্রথম সেমিফাইনালে ওঠার স্বাদ তার। তিনি বলেন,‘ কুয়েত কঠিন প্রতিপক্ষ। আমি এই প্রথম সেমিফাইনাল খেলছি। আমাদের সেভাবে খেলতে হবে। কুয়েত কঠিন প্রতিপক্ষ।