ডিসেম্বর ২৭, ২০২২, ১২:০০ পিএম
পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এরদোয়ানের মন্তব্য, ‘ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে। যা তার মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং তার শক্তি কেড়ে নিয়েছে।’
তুর্কি প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘রোনালদো এমন একজন যিনি নিপীড়িত ফিলিস্তিনের সমর্থন জানিয়েছিলেন।’
বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে রোনালদোকে নির্ধারিত নব্বই মিনিটের আগেই তুলে নেয়া হয়। এছাড়া সুপার সিক্সটিনের ম্যাচে সুইজারল্যান্ডসের বিপক্ষে তাকে প্রথম একাদশেই রাখা হয়নি। ৫ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকাকে নামানো হয় ম্যাচের ৭০ তম মিনিটে। আর মরক্কোর বিপক্ষে কোয়ার্টারফাইনালে রোনালদোকে নামানো হয় ৫২তম মিনিটে। মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় পর্তুগালের।