ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলার জন্য নিলামের মাধ্যমে ডাক পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এবারের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে স্থান পেয়েছেন অলরাউন্ডার সাকিব। আর বাঁহাতি পেসার মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস।
অবশ্য এরইমধ্যে আইপিএল খেলার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলের খেলার বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। তবে এখনো ঝুলে আছে মুস্তাফিজের ভাগ্য। বিসিবি যদি অনুমতি দেয় তবেই আইপিএলে অংশগ্রহণ করবেন এই বাঁহাতি পেসার।
মঙ্গলবার এ বিষয়ে বিসিবি একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন মোস্তাফিজুর রহমান। সেসময় ভারতে গিয়ে আইপিএল খেলার চেয়ে নিজ দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিবেন বলে জানান এ ক্রিকেটার। তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, সবার আগে দেশের খেলা। তারপর অন্য কিছু বিবেবচনা করবেন।
মোস্তাফিজ বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবেই যে আমি দলে নাই। পরবর্তীতে বিসিবি যদি অনুমতি দেয় তাহলে আইপিএল খেলতে যাব। দেশপ্রেম আগে।’