বোল্টের তোপে বাংলাদেশের দুঃস্বপ্ন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০৬:৪৫ পিএম

বোল্টের তোপে বাংলাদেশের দুঃস্বপ্ন

মাউন্ট মঙ্গানুইয়ে যে স্বপ্ন বাংলাদেশ দেখিয়েছিল। সেটা এখন মলিন হয়ে গেছে। আজ ক্রাইস্টচার্চে টেস্টের দ্বিতীয় দিন শেষে পরাজয় ছাড়া আর কিছু দেখছে না তারা। প্রথম ইনিংসে তারা মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে। নিউজিল্যান্ড এখনো ৩৯৫ রানের লিডে।

কাল সকালে ফলোয়নে ফেলতে পারে বাংলাদেশকে। আবার ব্যাটিংয়ে নামতে পারেন টাইগাররা। আবার নিউজিল্যান্ড নিজেরাও ব্যাটিংয়ে নামতে পারে। তবে বাংলাদেশের যে ব্যাটিংয়ের পরিস্থিতি নিউজিল্যান্ড আরেকবার আর ব্যাট করতে চাইবে না। হাতে ৩ দিন আছে। কালই ফল চলে আসতে পারে টেস্টের। 

বাংলাদেশকে অল্প রানে অলআউট করতে সহায়তা করেছেন ট্রেন্ট বোল্ট। ৪৩ রানে ৫টি উইকেট তুলে নিয়েছেন তিনি। সাউদি ৩টি ও ২টি উইকেট জেমিসনের। বাংলাদেশের ইয়াসির আলি ও নুরুল হাসান ছাড়া কেউ দশের ঘরে যেতে পারেননি। ইয়াসির আলী ৫৫ ও নুরুল হাসান ৪১ রান করেছেন। 

এর আগে নিউজিল্যান্ড লাঞ্চের পর ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। ২ টেস্টের সিরিজ। প্রথম টেস্টটি বাংলাদেশ জেতে। এই টেস্ট ড্র করলেও সিরিজ নিশ্চিত করতে পারতো টাইগাররা। কিন্তু ম্যাচ বাঁচানো এখন প্রায় অসম্ভব। 

Link copied!