পেলের কাছে এসেছেন পরিবারের সদস্যরা, বড়দিন কাটছে হাসপাতালেই

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০১:০৬ পিএম

পেলের কাছে এসেছেন পরিবারের সদস্যরা, বড়দিন কাটছে হাসপাতালেই

ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে চলতি বছরের নভেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। এখানে প্রায় এক মাস ধরে চিকিৎসা চলছে তাঁর। আজ রবিবার আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালে গেছেন পেলের পরিবারের সদস্যরা। বড়দিন উদযাপন করতেই হাসপাতালে গেছেন তাঁরা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ৮২ বছর বয়সী পেলের ‘কিডনি ও হার্টের সমস্যার জন্য তাঁর আরও নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন।’

এর আগে, গত সপ্তাহে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে পেলের। তাঁকে সাধারণ ওয়ার্ডেও নিয়ে আসা হয়। এভাবেই সব চলছিল। তবে কাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন খবর। পেলের ক্যানসারের অবনতি হয়েছে। এ ছাড়া কিডনি ও হৃদ্‌যন্ত্রের সমস্যাও আছে। বড়দিনটা কিংবদন্তিকে হাসপাতালেই কাটাতে হবে।

৮২ বছর বয়সী পেলের ছেলে এডিনহো শনিবার হাসপাতালে এসেছেন। ব্রাজিলের দক্ষিণ দিকে একটি ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা এডিনহো এর আগের দিন জানিয়েছিলেন, ‘শুধু ডাক্তাররা তার বাবাকে সহায়তা করতে পারবেন।’

২৯ নভেম্বর পেলেকে হাসপাতালে ভর্তির পর তাঁকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছিল ফুটবল-বিশ্ব। সংবাদমাধ্যম জানিয়েছিল, পেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পরে অবশ্য সুস্থ হয়ে ওঠেন, যা তখন ভক্তদের জানিয়েছিলেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ও ফ্লাভিয়া আরান্তেস।

Link copied!