সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াবে বিসিবি

ক্রীড়া ডেস্ক

জুন ২০, ২০২২, ০২:০৮ এএম

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াবে  বিসিবি

সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বিসিবি পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বন্যার্তদের আর্থিক সাহায্যের পাশাপাশি খাদ্যসামগ্রীও পৌঁছে দেবে বিসিবি। জাতীয় দলে খেলা সিলেটের ক্রিকেটার এবাদত, খালেদ, রেজাউর রহমান, নাসুম আহমেদদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে বিসিবি। এছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বন্যার্তদের পুনর্বাসনের কোন প্রস্তাব আসলে তা বিবেচনা করা হবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘ সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্থ হয় তাদের পাশে থাকার। আমি মনে করি এবারও ব্যতিক্রম হবে না। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি। খুব শিগগির আমরা আশা করছি কিছু একটা আপনারা দেখতে পারবেন।’

Link copied!