আরও এক সপ্তাহ বাড়লো কঠোর বিধিনিষেধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২১, ০২:৩৮ পিএম

আরও এক সপ্তাহ বাড়লো কঠোর বিধিনিষেধ

চলছে কঠোর লকডাউন। কিন্তু তারপরও কমছে না সংক্রমণ সংখ্যা ও মৃত্যুর মিছিল। এমন এক প্রেক্ষাপটে আবারও এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

সোমবার (৫ জুলাই) এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হল।

গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এ সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে আজ সোমবার ঢাকা শহরের বিভিন্ন চেক পয়েন্ট ঘুরে গত কয়েকদিনের তুলনায় বেশি গাড়ি চলতে দেখা যায়। ব্যাংক খোলা থাকায় গাড়ির চাপ বেশি বলে মনে করা হচ্ছে। তবে প্রতিটি চেকপোস্টে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

এ ছাড়াও বনানীসহ বেশ কিছু এলাকায় ছিল সেনাবাহিনীর টহল ও চেকপোস্ট। সমুদ্র তীরবর্তী এলাকায় টহলে ছিল কোস্টগার্ড সদস্যরা।

তবে রাজধানীর বিভিন্ন এলাকার গলিগুলোতে মানুষ মানছে না কঠোর বিধিনিষেধ। রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় পুলিশ টহল দেয়ার সময় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, সকালের খাবার শেষে একটু সিগারেট চা খেতে বের হয়েছেন তিনি। অধিকাংশ এলাকায় মূলত এ কারণেই মানুষ বাসা থেকে বের হচ্ছে বলে জানায় পুলিশ। বিষয়টি নিয়ে আরও কঠোর হবার নির্দেশনা রয়েছে বলেও জানানো হয়।

Link copied!