সেপ্টেম্বর ৪, ২০২১, ০১:২৪ পিএম
আবারো চালু হবে ইউনিয়ন পর্যায়ে টিকা দান কর্মসূচী। করোনার টিকা প্রাপ্তি সাপেক্ষে সারাদেশের এই কার্যক্রম চালু হবে। শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন পরীক্ষার তেজগাঁওয়ের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হবে কি না এবং কত বছর বয়েসী শিশুদের টিকার আওতায় আনা হবে সে ব্যাপারে রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান, মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশকেই টিকা দেওয়া হয়েছে।
স্কুল-কলেজ খুলে দিলে নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি হবে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এ ব্যাপারে আমি এককভাবে কিছু বলতে পারব না। আগামীকাল (৫ সেপ্টেম্বর)) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সংশ্লিষ্টরা কীভাবে নিরাপদ পরিবেশ তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন’।