এক ব্রাজিলেই মৃত্যু ছাড়াল ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২১, ০২:৪০ এএম

এক ব্রাজিলেই মৃত্যু ছাড়াল ৪ লাখ

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।  কেবল এপ্রিলেই মারা গেছেন এক লাখ, যা এ পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আরো তিন হাজার ১৬৩ জন প্রাণ হারিয়েছে। 

ফলে এ ভাইরাসে মৃত্যুর দিক থেকে ব্রাজিল হচ্ছে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৭৯ হাজার ৭২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে সংক্রমণের মোট সংখ্যা বেড়ে এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ২৮৯ জনে দাঁড়ালো।

এপ্রিলের প্রথম থেকেই গড়ে প্রতিদিন ৩ হাজার এক শতাধিক মানুষ মারা গেছেন। চলতি মাসের এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত মার্চ মাসে দেশটিতে ৬৬ হাজার মানুষ করোনায় মারা যায়।

যদিও এ মাসের শেষ সপ্তাহে এসে মৃতের হার কিছুটা কমেছে বলেও জানানো হয়। তবে, ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউয়ের কারণে ব্রাজিলেও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

ব্রাজিলে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এদিকে করোনাভাইরাসে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাও পাওলো রাজ্যে এ পর্যন্ত মোট ৯৪ হাজার ৬৫৬ জনের মৃত্যু এবং ২৮ লাখ ৭৩ হাজার ২৩৮ জন আক্রান্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে সাও পাওলো গভর্নর জোয়াও ডরিয়া বলেন, সেখানের বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারে উৎসাহিত করতে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছেন প্রায় এক কোটি ২৮ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ।

Link copied!