এশিয়ায় করোনার নতুন কেন্দ্র ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৬, ২০২১, ০৫:১০ পিএম

এশিয়ায় করোনার নতুন কেন্দ্র ইন্দোনেশিয়া

ভারতের পর এবার এশিয়ায় করোনার নতুন কেন্দ্রে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ২৭ লাখ মানুষ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে শুধু গত দুই দিনে আক্রান্তের পরিমাণ প্রায় ১ লাখের বেশি। শুক্রবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে বিবিসি।

ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে খুব দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে তীব্র অক্সিজেনের সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শনাক্তের হার এভাবে দ্রুত বাড়তে থাকলে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা করোনার ওপর তাদের নিয়ন্ত্রণ হারাবে।

অবশ্য ২৭ কোটির বেশি জনসংখ্যার এই দেশটিতে এখনও করোনা নিয়ে অসচেতনতা রয়েছে। যে কারণে আক্রান্ত হবার পরও অনেকে পরীক্ষা করাতে চান না। ফলে ধারণা করা হচ্ছে, প্রকাশিত আক্রান্তের সংখ্যা থেকে মূল সংখ্যা অনেক বেশি।

জানা যায়, গত ঈদে দেশটির সরকারের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় ১৫ লাখের বেশি মানুষ জাকার্তা শহর থেকে গ্রামে যায় এবং পরবর্তীতে আবারও শহরে ফেরত আসে। এর পর থেকে দেশটির প্রান্তিক অঞ্চলগুলোকে ছড়িয়ে পড়ে করোনা। এবারও ঈদুল ফিতরের আগে একই ধরণের ঘটনা ঘটলে দেশটির আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Link copied!