ওমিক্রন: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানা গেলো

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ০৬:০১ পিএম

ওমিক্রন: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানা গেলো

বাংলাদেশে এখনো করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রণ শনাক্ত না হলেও সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। নতুন ধরনের আগমনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে না বন্ধ করে দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ হয়নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্কুল-কলেজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়।”

এসময় তিনি সবাইকে সর্বদা মাস্ক পরে চলার অনুরোধ করেন।

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। তবে এখনও বাংলাদেশে শনাক্ত হয়নি ওমিক্রন। এমন পরিস্থিতিতে স্কুল কলেজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রতিটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে।

বিদেশ থেকে কেউ এলে তারা যাতে বাইরে কারও বাসায় যেতে না পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। প্রয়োজনে তাদের বাসাতে পতাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। 

Link copied!