ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:৪২ এএম

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

করোনা ভাইরাসের বিপজ্জনক ধরন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত টিকার বুস্টার ডোজ। দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণার পরিপ্রেক্ষিতে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে চালানো এ সংক্রান্ত একটি গবেষণা স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করেছে।

উক্ত গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলে উল্লেখ করা হয়েছে জনসনের টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর অমিক্রনের বিরুদ্ধে।

এ জন্য দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল ৬৯ হাজার স্বাস্থ্য কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এই কর্মীরা জনসনের তৈরি টিকা নিয়েছিলেন। এক ডোজের এই টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের।

গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালানো হয়েছে।

যদিও জনসনের টিকা নিয়ে বেশকিছু ঝুঁকির কথা এর আগে জানিয়েছিলে বিশেষজ্ঞরা। এই টিকা নেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র এই টিকা প্রদান বন্ধ করে। এই ধরনের পদক্ষেপ নেয় ইউরোপের দেশগুলোও।

Link copied!