করোনা আক্রান্তদের শতকরা ৯০ জনই গ্রামের: স্বাস্থ্যের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২১, ০৯:০৮ পিএম

করোনা আক্রান্তদের শতকরা ৯০ জনই গ্রামের: স্বাস্থ্যের মহাপরিচালক

দেশের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শতকরা ৯০ জনই গ্রামের। এদের অধিকাংশই টিকা নেননি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম এসব কথা বলেন।  

খুরশীদ আলম জানান, গ্রামের বেশির ভাগ মানুষ টিকা না নেওয়ায় সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি। এ ছাড়া আক্রান্ত হয়ে দেরিতে হাসপাতালে আসাও বেশি মৃত্যুর আরেকটি বড় কারণ। স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভালো না এমন ধরনার বশবর্তী হয়ে মানুষ জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালগুলোতে ভীড় করে বলেও জানান তিনি।

তিনি বলেন, জনস্বাস্থ্য খাতে প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ অনেক বেশি। তবে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। করোনা মোকাবিলায় এখন উপজেলা পর্যায়ের হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যের মহাপরিচালক।

করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা আগেও রোগীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খুরশীদ আলম।

এদিকে করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে। এছাড়াও মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

 

Link copied!