করোনা থেকে সেরে উঠছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০২:১২ এএম

করোনা থেকে সেরে উঠছে বাংলাদেশ

শনাক্তের সংখ্যা কমে যাওয়ার বাংলাদেশে করোনা পরিস্থিতি দিনদিন স্বাভাবিক হয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বুধবার দুপুরে ভার্চ্যুয়াল আলোচনা এ কথা বলেছেন। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। আগের দিন ৮৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৪ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি সময় ৫ শতাংশের নিচে থাকলে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। 

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকায় কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যাসংখ্যা ৫ হাজার ১২১টি। সেখানে খালি আছে ৪ হাজার ৫৯৭টি। অর্থাৎ প্রায় সব শয্যাই খালি আছে। এ পরিস্থিতি যদি আমরা ধরে রাখতে চাই তবে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

করোনা সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে কমছে পরীক্ষার সংখ্যা কমছে বলেও জানান অধ্যাপক নাজমুল। তিনি জানান, এ পর্যন্ত ১২ কোটি ৪৭ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৮ কোটি ৪৮ লাখ মানুষ। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ৩৮ লাখের বেশি মানুষ। ১৮ লাখ ভাসমান মানুষ এ পর্যন্ত টিকা পেয়েছেন।

Link copied!