করোনা বিধ্বস্ত ভারতে কয়েক লাখ মানুষের ‘পুণ্যস্নান’!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২১, ০১:৪৯ পিএম

করোনা বিধ্বস্ত ভারতে কয়েক লাখ মানুষের ‘পুণ্যস্নান’!

ভারতে লাগামহীন করোনা সংক্রমণের মধ্যেই কুম্ভ মেলা উপলক্ষে গঙ্গায় ‘পুণ্যস্নান’ করেন লাখ লাখ মানুষ। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা  করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারত এখন করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয়। টানা তিন দিন ধরে দেশটিতে দেড় লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে। তবে, গঙ্গায় পুণ্যস্নানের চিত্র দেখে কে বলবে এ কথা?

ভারতের উত্তরাখণ্ডে চলেছে কুম্ভ মেলা। যেখানে করোনা রোধে মানা স্বাস্থ্য  বিধির ছিটে ফোটাও দেখা যায়নি। উল্টো মানুষজন বলছেন, করোনা বলে না-কি কিছুই নেই। ভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না তারা।

উত্তরাখণ্ডবাসী এক ব্যক্তি বলেন, ‘আরে করোনা বলে কিছু নেই। আমাদের সঙ্গে ভোলানাথ আছেন। করোনায় কিছুই হবে না।’

ভগবান সহায় হলে যে, সব সমস্যার সমাধান হয়ে যায়, সেই বিশ্বাসই এখানে আগত মানুষজনের মধ্যে সবচেয়ে বেশি। তাই তো নেই মাস্ক, নেই স্যানিটাইজার, নেই সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি। উত্তরাখণ্ডের হরিদ্বারের হরকিপৌরিতে গঙ্গার ঘাটে পুণ্যস্নানেও গাদাগাদি দশা।

প্রতি ১২ বছর পর পর হয় কুম্ভমেলা। লাখ লাখ পুণ্যার্থী শাহি স্নানের জন্য আসেন হরিদ্বারে বলে জানা গেছে।

ভারতের প্রতিটি প্রান্তে যখন হু হু করে বাড়ছে সংক্রমণ এমন পরিস্থিতিতে কুম্ভমেলার এ জমায়েতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অনেকের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বিধিনিষেধকে যেন 'প্রহসনে' পরিণত করা হয়েছে এখানে।

ইতোমধ্যে গত কয়েকদিনের গণউপস্থিতিতে সংক্রমণের মাত্রা আগের তুলানায় বেড়েছে উত্তরাখণ্ড রাজ্যে। ভক্তরা মেলা শেষে যখন যার মতো বিভিন্ন রাজ্যে চলে যাবেন, তখন সেই রাজ্য ও এলাকাগুলোতেও ছড়াবে সংক্রমণ।


 

Link copied!