করোনা রোগীর সহায়তায় বিমান বাহিনীর জরুরি পরিবহন সেবা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ১২:২৩ এএম

করোনা রোগীর সহায়তায় বিমান বাহিনীর জরুরি পরিবহন সেবা

করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকুয়েশন সেবা অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাজিনীর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। করোনা প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় এ সেবা প্রদান করা হয়।

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার যোগে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!