দেশে করোনার নতুন সংক্রমণ দুই হাজার ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০৫:৩৮ পিএম

দেশে করোনার নতুন সংক্রমণ দুই হাজার ছাড়াল

এক দিনের ব্যবধানে করোনাভাইরাসের নতুন সংক্রমণ দেড় গুণ হয়ে দুই হাজার ছাড়িয়ে গেছে। এর আগে সবশেষ গত ১৪ সেপ্টেম্বর সংক্রমণ ছিল দুই হাজারের বেশি। সে হিসাবে প্রায় চার মাস পর ফের এক দিনে নতুন সংক্রমণ দুই হাজার ছাড়াল।

এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে আরও প্রায় ২ শতাংশ। আগের দিনের ৬ দশমিক ৭৮ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গত চার মাসের মধ্যে এটিই নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের সর্বোচ্চ হার। অন্যদিকে, গত ২৪ ঘণ্টাতেও করোনা সংক্রমণ নিয়ে আগের দিনের মতোই তিন জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান বলছে, এর আগে গত ১৪ সেপ্টেম্বর দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৪ জনের শরীরে। এরপর গত প্রায় চার মাসে এই প্রথম সংক্রমণ ২ হাজার অতিক্রম করল। অন্যদিকে ১০ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্ত হয়েছিল ২ হাজার ৩২৫ জনের শরীরে। ওই দিনের পর থেকে গত চার মাসে একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

Link copied!