করোনাভাইরাসে ঘণ্টায় মারা যাচ্ছে ৬শ’ জন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ১২:১৩ এএম

করোনাভাইরাসে ঘণ্টায় মারা যাচ্ছে ৬শ’ জন

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই থামছে না। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো মরদেহ। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা পর্যন্ত (বাংলাদেশ সময়) বিশ্বে মোট ৩০ লাখ ৫৮ হাজার ৩০১ জন মারা গেছেন। মঙ্গলবার এই সময় পর্যন্ত মারা যায় ৩০ লাখ ৪৩ হাজার ২২৪ জন অর্থাৎ গত ২৪ ঘন্টায় বিশ্বে মারা গেছেন ১৫ হাজার ৭৭জন। এই হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় ৬২৮ জন মারা গেছেন।

গত সোমবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছিল ৩০ লাখ ৩৩ হাজার ১০৯ জনের। রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত এই সংখ্যা ছিল ৩০ লাখ ২৬ হাজার ২০৬ । শনিবার এই সংখ্যা ছিল ৩০ লাখ ১২ হাজার ২০৬।

গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত বিশ্বে মোট মারা যায় ২৯ লাখ ৮৬ হাজার ২৫৩ জন। বুধবার (১৪ এপ্রিল) এই সংখ্যা ছিল ২৯ লাখ ৭৪ হাজার ৫৪০। মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট মারা যায় ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন।

বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫৭৯ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৪ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৭৮ জন। সোমবার (১৯ এপ্রিল) পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছিল ১৪ কোটি ২০ লাখ ১৮ হাজার ৬০৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ১৪ কোটি ১৪ লাখ ৭৯৩। শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত হয়েছিল ১৪ কোটি ৫ লাখ ৩১ হাজার ২৯০জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩২৫। তার আগের দিন বুধবার এই সংখ্যা ছিল ১৩ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪০৮। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১। সোমবার ছিল ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২। তার আগের দিন রবিবার (১১ এপ্রিল) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ ৩ হাজার ১০।

বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত বিশ্বে মোট ১২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ২৪২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১২ কোটি ১২ লাখ ২৮ হাজার ২২৯। সোমবার ছিল ১২ কোটি ৫ লাখ ৬৮ হাজার ১২৬। রবিবার এই সংখ্যা ছিল ১২ কোটি ৯১ হাজার ২৯০। গত শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৮৯৩ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ১১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৩৪৯। বুধবার ছিল ১১ লাখ ১৪ হাজার ৯১৪। মঙ্গলবার (১৩ এপ্রিল) ছিল ১১ কোটি ৪ লাভ ৩৩ হাজার ১৬৩। তার আগের দিন (১২ এপ্রিল) এই সংখ্যা ছিল ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০।

বিশ্বের যেসব দেশ করোনাভাইরাসে আক্রান্ত ও মুত্যুর সংখ্যার তালিকায় উপরের দিকে অবস্থান করছে, তাদের মধ্যে বেশ কয়েকটি দেশের সার্বিক চিত্র তুলে ধরা হলো।

যুক্তরাষ্ট্র:

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জন মারা গেছেন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪২। সোমবার দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা  ছিল ৫ লাখ ৮১ হাজার ৬১। রবিবার ছিল ৫ লাখ ৮০ হাজার ৭৫৬। শনিবার(১৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট যায় ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল)এই সংখ্যা ছিল ৫ লাখ ৭৮ হাজার ৯২।

গত বুধবার (১৪ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মারা যায় ৫ লাখ ৭৭ হাজার ১৭৯জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সংখ্যা ছিল ৫ লাখ ৭৬ হাজার ২৯৮। সোমবার ছিল ৫ লাখ ৭৫ হাজার ৮২৯। তার আগের দিন রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন মারা যান।

বুধবার (২১ এপ্রিলে) পর্যন্ত দেশটিতে মোট ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩। সোমবার এই সংখ্যা ছিল ৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪৬৩। রবিবার এই সংখ্যা ছিল ৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ২৮০। শনিবার (১৭ এপ্রিল) ছিল ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ শনাক্ত হয়েছে। 

গত ১৪ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সংখ্যা ছিল ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩। সোমবার এই সংখ্যা ছিল ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১। তার আগের দিন রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৪৬৩ ।সোমবার ছিল ২ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ২২৯। গত ১৮ এপ্রিল এই সংখ্যা ছিল ২ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৭৭০। শনিবার পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছিলেন ২ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ১৮৭ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ২ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ১৬১।

বুধবার (১৪ এপ্রিল) পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছিল ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪১০ জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬। সোমবার ছিল ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৫২২। তার আগের দিন (১১ এপ্রিলে) পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৫৮৯।

ব্রাজিল:

মৃতের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এ দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০জন। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৪৯ । সোমবার এই সংখ্যা ছিল ৩ লাখ ৭৩ হাজার ৪৪২। রবিবার (১৮ এপ্রিল) এই সংখ্যা ছিল ৩ লাখ ৭১ হাজার ৮৮৯। শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মারা যায় ৩ লাখ ৬৯ হাজার ২৪ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ৩ লাখ ৬২ হাজার ১৮০।

গত বুধবার (১৪এপ্রিল) দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭১৮ । মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সংখ্যা ছিল ৩ লাখ ৫৫ হাজার ৩১। সোমবার পর্যন্ত  দেশটিতে মারা যায় ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জন। তার আগের দিন (১১ এপ্রিল) মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৪৬৯।

বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩। গতকাল সোমবার এই সংখ্যা ছিল ১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৭১।রবিবার (১৮ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ কোটি ৩৯ লাখ ১৩৪। শনিবার ছিল ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২।

গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছিল ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ । মঙ্গলবার (১৩ এপ্রিল) ছিল ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯। সোমবার ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ ও তার আগের দিন (১১ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬। তারও আগের দিন (শনিবার) ছিল ১ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪১৪।

বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৭১২। সোমবার এই সংখ্যা ছিল ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৫৯৯। রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত সুস্থ হয়েছেন  ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৮৬১ জন। শনিবার (১৭ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৮৬৩। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ছিল ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৭১। বুধবার ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৯৮, মঙ্গলবার(১৩ এপ্রিল) ১ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৬৮ ও  সোমবার ছিল ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৮০৩।

গত রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত সুস্থ হওয়া লোকের সংখ্যা ছিল ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন। তারও আগের দিন (শনিবার) এই সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৮৮৫।

মেক্সিকো:

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রতিবেশি এ দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ লাখ ১১ হাজার ১৭২ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) এই সংখ্যা ছিল ২৩ লাখ ৬ হাজার ৯১০ । সোমবার এই সংখ্যা ছিল ২৩ লাখ ৫ হাজার ৬০২ জন। রবিবার (১৮ এপ্রিল) ছিল ২৩ লাখ ৪ হাজার ৯৬। শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছিলেন ২২ লাখ ৯৯ হাজার ৯৩৯ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত শনাক্ত হয়েছিল ২২ লাখ ৯১ হাজার ২৪৬ জন। বুধবার (১৪ এপ্রিল) এই সংখ্যা ছিল ২২ লাখ ৮৬ হাজার ১৩৩। মঙ্গলবার ছিল ২২ লাখ ৮১ হাজার ৮৪০। সোমবার (১২ এপ্রিল) এই সংখ্যা ছিল ২২ লাখ ৮০ হাজার ২১৩ জন। তার আগের দিন রবিবার পর্যন্ত দেশটিতে মোট ২২ লাখ ৭৮ হাজার ৪২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৪৮ জন। মঙ্গলবার এই  সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ৪৬৬ । সোমবার এই সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ৩৩৯ জেনে। রবিবার এই সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ২২৮। শনিবার পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছিল ২ লাখ ১১ হাজার ৬৯৩ জনের। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই সংখ্যা ছিল ২ লাখ ১০ হাজার ৮১২। বুধবার ছিল ২ লাখ ১০ হাজার ২৯৪। মঙ্গলবার ২ লাখ ৯ হাজার ৭০২ জন ও  সোমবার পর্যন্ত মারা যায় ২ লাখ ৯ হাজা্র ৩৩৮ জন। তার আগের দিন রবিবার (১১ এপ্রিল) এই সংখ্যা ছিল ২ লাখ ৭ হাজার ২০।

ভারত:

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কোনোমতেই থামছে না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে গড়ে দেড় হাজারের বেশি মরদেহ। তবে সব রেকর্ড ছাড়িয়ে বুধবার মৃত্যুমিছিলে যোগ হয়েছে ২ হাজার ২৩ মরদেহ। একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু এই প্রথম দেখলো আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটি। এর আগে, মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন সোমবার গত ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ১ হাজার ৬১৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার ৫৫০।

সোমবার পর্যন্ত দেশটিতে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জন মারা গেছেন।শনিবার (১৭ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজার ৬৭৩। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ছিল ১ লাখ ৭৩ হাজার ১৫২। বুধবার (১৪ এপ্রিল) ছিল ১ লাখ ৭২ হাজার ১১৫ ও মঙ্গলবার ছিল ১ লাখ ৭১ হাজার ৮৯।

গত সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মারা যায় ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৩০৫। তার আগের দিন (শনিবার) এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার ৪৬৭।

ভারতে করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজা্র ৩৯ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫৮২। সোমবার পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ জন। শনিবার (১৭ এপ্রিল) এই সংখ্যা ছিল ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ২২০। বৃহস্পতিবার ছিল ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮১২।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

 

 

Link copied!