প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন। এদিন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকা নিয়েছেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
টিকা নেয়ার পর রাষ্ট্রপতি দেশবাসীকেও আগ্রহের সাথে টিকা নেয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।
এর আগে গত ৪ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৪ ফেব্রুয়ারি টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত টিকাগুলোর মধ্যে যেটি আগে আসবে সেটি দ্রুত পাওয়ার জন্য অগ্রিম টাকা দিয়ে চুক্তি করে রাখে। যার পরিপ্রেক্ষিতে ৩ কোটি ডোজ করোনার টিকার জন্য গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠানোর কথা। দেশে টিকার প্রথম চালান আসে গত ২৫ জানুয়ারি।