করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ৫ দিনের মাথায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে মিরপুরের স্পেশেলাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার পারিবারিক একটি সূত্র দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।
সূত্রটি জানায়, ‘করোনা পজিটিভ হওয়ার পর বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কদিন ধরে আকরামের কাশির পরিমান একটু বেড়ে গিয়েছিল। আরো কিছু টেস্ট করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’
গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন বিসিবির এই পরিচালক। এ দিন বাসার সবাই করোনা টেস্টে নেগেটিভ আসলেও আকরাম পজিটিভ হন।