করোনায় আক্রান্তের সঙ্গে সুস্থতাও বেড়েছে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৫:৩৪ পিএম

করোনায় আক্রান্তের সঙ্গে সুস্থতাও বেড়েছে

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪১৮ জন। এর আগের দিন (বুধবার) নতুন করে ৩৮৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলো। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিলো আরও ১০ জনের। সে হিসেবে গতকালের তুলনায় আজ নতুন আক্রান্ত ও মৃত্যু উভয়ই বেড়েছে। তবে বিপরীতে সুস্থতার হারও শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের মৃত্যুতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন হয়েছে।

Link copied!