করোনায় আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৫ জন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১০:৩৯ পিএম

করোনায় আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৫ জন

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬জন পুরুষ এবং নারী ২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৮৫ জন। এসময়ে করোনা থেকে ৮১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ৮ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে। আর ২৪ ঘণ্টায় আরও ৩৮৫ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ। গত কয়েক দিন ধরেই মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৬৬টি, নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪১১টি। এখনও পর্যন্ত  মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৪৪ হাজার ২৭টি।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ১৬ হাজার ৮৫০টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ২৭ হাজার ১৭৭টি।

Link copied!