করোনায় একদিনে এত মৃত্যু আগে দেখেনি দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২১, ০৬:০১ পিএম

করোনায় একদিনে এত মৃত্যু আগে দেখেনি দেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর এতদিনের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ রেকর্ড হয়েছে সোমবার (২৬ জুলাই)। এদিন গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জন মারা গেছেন। রবিবার (২৫  জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ হাজার ৫২১ জন করোনায় মারা গেলেন।

সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের কয়েক দিনের পরিংসখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) মারা যায় ১৯৫ জন।  শুক্রবার (২৩ জুলাই) একদিনে ১৬৬ জন, বৃহস্পতিবার (২২ জুলাই) ১৮৭ জন, বুধবার (২১ জুলাই) ১৭৩ জন, মঙ্গলবার (২০ জুলাই) ২০০ জন ও   সোমবার (১৯ জুলাই) ২৩১ জন মারা গেছেন।

করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার (২৬ জুলাই) গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশে করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর থেকে এই সংখ্যা সর্বোচ্চ। এনিয়ে দেশে এ পর্যন্ত ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। সোমবার গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের শতকরা হার ২৯ দশমিক ৮২।

স্বাস্থ্য অধিদপ্তরের গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যায়, রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। শনিবার (২৪ জুলাই) গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৮০ জন, শুক্রবার ৬ হাজার ৩৬৪ জন, বৃহস্পতিবার (২২ জুলাই) ৩ হাজার ৬৯৭ জন, বুধবার (২১ জুলাই) ৭ হাজার ৬১৪ জন, মঙ্গলবার (২০ জুলাই) ১১ হাজার ৫৭৯ জন ও সোমবার ১৩ হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

করোনা থেকে সুস্থ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় সোমবার (২৬ জুলাই) গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যায়, রবিবার (২৫ জুলাই) ১০ হাজার ৫৮৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনিবার  গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৭২৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শুক্রবার একদিনে ৯ হাজার ৬ জন,বৃহস্পতিবার (২২ জুলাই) ৮ হাজার ৫৬৬ জন, বুধবার (২১ জুলাই) ৯ হাজার ৭০৪ জন, মঙ্গলবার (২০ জুলাই) ৯ হাজার ৯৯৭ জন ও  সোমবার একদিনে  ৯ হাজার ৩০৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। 

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত ২৯ জুন শনাক্তের সংখ্যা ছাড়িয়ে যায় ৯ লাখ। ওই দিন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ছিল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। আর শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায় শুক্রবার (০৯ জুলাই)। ওইদিন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০ লাখ ৫৪৩ জন।

গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়। আর গত শুক্রবার ১১ জুন দেশে মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে যায়। ২৬ জুন দেশে করোনায় মৃত্যু ছাড়ায় ১৪ হাজার। আর মৃত্যুর সংখ্যা ১৫ হাজার পার করে সোমবার (৫ জুলাই)। ওইদিন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ২২৯-এ। আর মাত্র ৪ দিনের ব্যবধানে শুক্রবার (০৯ জুলাই) মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় ১৬ হাজার। ওইদিন পর্যন্ত দেশে ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়।

Link copied!