করোনায় টানা দু’দিনে মৃত্যু ৯০, আক্রান্ত ১০ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২১, ০৪:২৮ পিএম

করোনায় টানা দু’দিনে মৃত্যু ৯০, আক্রান্ত ১০ হাজার

দেশে টানা দু’দিনে করোনায় আক্রান্ত হয়ে ৯০ জন মারা গেছেন। আর গত দু’দিনে নতুন করে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। এদের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী ১৭ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৯৪ জন হয়েছে।

এসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবে ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ এবং ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ০১ শতাংশ।

এর আগের দিন সোমবার (২৯ মার্চ) দেশে ৪৫ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন বলা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ।

Link copied!