করোনায় তিন দিনে ২১ হাজারের বেশি শনাক্ত!

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২১, ১২:০০ এএম

করোনায় তিন দিনে ২১ হাজারের বেশি শনাক্ত!

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬  জন মারা গেছেন। এদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং নারী ২৭ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২১৩ জন।

দৈনিক মৃত্যু ও শনাক্ত হওয়া রোগীর এই সংখ্যা দেশে করোনা সংক্রমণের পর থেকে গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ৪ এপ্রিল এর কাছাকাছি ৭ হাজার ৮৭ জন রোগী শনাক্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের দিন অর্থাৎ গতকাল ৫ এপ্রিল আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জন। এ নিয়ে টানা তিনদিন ৭ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ল।

এর আগে গত বছরের ৩০ জুন এক দিনে এর কাছাকাছি ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা গতকাল পর্যন্তও এক দিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিলো। আর গতকাল করোনায় নতুন করে ৫২ জনের মৃত্যু হয়েছিলো।

সোমবার (৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (৫ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে  ৬৬ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ২১৩ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন ধরে নতুন করে আক্রান্ত শনাক্ত ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৩৭টি ল্যাবে ৩৪ হাজার ৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫টি নমুনা।

Link copied!