করোনায় দেশে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২১, ০৫:৫৪ পিএম

করোনায় দেশে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে রবিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় ১১৯ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট ১৪ হাজার ১৭২ জনের মৃত্যু হলো। একদিনে খুলনায় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) গত ২৪ ঘন্টায় দেশে মারা যায় ৭৭ জন।

রবিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এসব তথ্য জানানো হয়। শুক্রবার গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যু হয়েছিল।গত ১৯ এপ্রিলের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ১৯ এপ্রিল  করোনায় মারা গিয়েছিল সর্বোচ্চ ১১২ জন।

কয়েকদিনের পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায়, বৃহস্পতিবার (২৪ জুন) গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন। বুধবার এক দিনে মারা যায় ৮৫ জন। মঙ্গলবার (২২ জুন) গত ২৪ ঘন্টায় দেশে ৭৬ জনের মৃত্যু হয়েছিল। সোমবার দেশে একদিনে ৭৮ জনের মৃত্যু হয়। রবিবার (২০ জুন) গত ২৪ ঘন্টায় মারা যায় ৮২ জন। শনিবার একদিনে মারা যায় ৬৭ জন। শুক্রবার গত ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার মারা যায় ৬৩ জন। বুধবার (১৬ জুলাই) গত একদিনে মারা যায় ৬০ জন। মঙ্গলবার ২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যু হয়। তার আগের দিন (১৪ জুন) মারা যায় ৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,রবিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন  ৫ হাজার ২৬৮ জন। এনিয়ে দেশে মোট ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার (২৬ জুন) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪ হাজার ৩৩৪   জন। শুক্রবার করোনায় শনাক্ত হন ৫ হাজার ৮৬৯ জন। বৃহস্পতিবার এক দিনে করোনায় আক্রান্ত হন ৬ হাজার ৫৮ জন। বুধবার গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৭২৭ জন।

গত কয়েকদিনের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, মঙ্গলবার (২২ জুন) শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮৪৬ জন। সোমবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হন ৪ হাজার ৬৩৬ জন। রবিবার একদিনে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৬৪১ জন। শনিবার (২০ জুন) শনাক্তের সংখ্যা ছিল ৩ হাজার ৫৭। শুক্রবার একদিনে শনাক্ত হন ৩ হাজার ৮৮৩ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় শনাক্ত হন ৩ হাজার ৮৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই  বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় রবিবার (২৭ জুন) গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এনিয়ে রবিবার পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। শনিবার এক দিনে সুস্থ হয়েছিলেন ৩ হাজার ২৯৫ জন।

গত কয়েকদিনের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, শুক্রবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন    জন।  বৃহস্পতিবার (২৪ জুন) গত একদিনে সুস্থ হয়েছিলেন ৩ হাজার ২৩০ জন। বুধবার সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন, মঙ্গলবার (২২ জুন) ২ হাজার ৯০৩ জন, সোমবার (২২ জুন) ২ হাজার ৮২৭ জন, রবিবার ২ হাজার ৫০৯ জন, শনিবার (২০ জুন) শনিবার ১ হাজার ৭২৫ জন ও তার আগের দিন শুক্রবার সুস্থ হন ১ হাজার ৯৫৫ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়।

গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়। আর গত শুক্রবার ১১ জুন দেশে মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে যায়। আর ২৬ জুন দেশে করোনায় মোট মৃত্যু ১৪ হাজার ছাড়িয়ে যায়।

 

 

Link copied!