জুলাই ১২, ২০২১, ০২:২৮ পিএম
করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণে দৈনিক মৃত্যু ও শনাক্তের দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে ভারত। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। তবে মোট মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিলের অবস্থান। আর তৃতীয় অবস্থানে ভারত। মোট শনাক্তের দিক নদিয়ে বিবেচনা করলে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। আর ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে।
ভারত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, দৈনিক মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে করোনা পরিস্থিতি গতকালের (১১ জুলাই) থেকে একটু উন্নতির দিকে গেছে। দৈনিক মৃত্যু ৭০০ এর নীচে নেমেছে। শনাক্তের সংখ্যাও ৪০ হাজারের নীচে রয়েছে।
সোমবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৮ হাজার ৭৯২ জন মারা গেছেন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪ লাখ ৮ হাজার ৭২। শনিবার এই সংখ্যা ছিল ৪ লাখ ৭ হাজার ১৭৩।
এই হিসেবে সোমবার দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭২০ জন। রবিবার (১১ জুলাই) মারা যায় ৮৯৯ জন। শনিবার একদিনে ১ হাজার ৬৪৬ জনের মৃত্যু হয়। শুক্রবার (০৯ জুলাই) গত ২৪ ঘন্টায় ৪৭০ জন মারা যায়। বৃহস্পতিবার একদিনে ৮১৭ জনের মৃত্যু হয়।
করোনায় দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা বাড়া-কমার মধ্যে আছে। সোমবার (১২ জুলাই) পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ২৩১। শনিবার ছিল ৩ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৭৫৬। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৬৭৬ জন।
রবিবার একদিনে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৪৭৫ জন। শনিবার একদিনে এই সংখ্যা ছিল ৫১ হাজার ৭৪৩। শুক্রবার (০৯ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিলেন ৩৪ হাজার ৪৪৩ জন। বৃহস্পতিবার একদিনে করোনায় শনাক্ত হন ৪৫ হাজার ৬৭৪ জন।
ব্রাজিল
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, দৈনিক মৃত্যুর দিক দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সোমবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫ লাখ ৩৩ হাজার ৫৪৬ জন মা্রা গেছেন। রবিবার (১১ জুলাই) পর্যন্ত দেশটিতে মোট ৫ লাখ ৩২ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ লাখ ৩১ হাজার ৭৭৭।
এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৫৯৭ জন মারা গেছেন। গতকাল রবিবারের তুলনায় এই সংখ্যা পা্রয় অর্ধেক। রবিবার (১১ জুলাই) একদিনে দেশটিতে ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয়। শনিবার গত ২৪ ঘন্টায় মারা যায় ১ হাজার ৪৩৩ জন। শুক্রবার একদিনে মারা যায় ১ হাজার ৭৩৩ জন। তার আগের দিন বৃহস্পতিবার (০৮ জুলাই) ১ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত হিসেবে দৈনিক শনাক্তের সংখ্যাও গতকালের তুলনায় অনেক কমে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার (১২ জুলাই) পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৯০ লাখ ৮৯ হা্জার ৯৪০ জন। রবিবার (১১ জুলাই) এই সংখ্যা ছিল ১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৩ জন। শনিবার এই সংখ্যা ছিল ১ কোটি ৯০ লাখ ২০ হাজার ৪৯৯।
এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ৯৩৭ জন। গত ৬ জুলাইয়ের পর আবার দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ২৫ হাজারের নিচে নামলো। ওইদিন শনাক্ত হয়েছিল ২২ হাজার ৭০৩ জন।
গত কয়েকদিনের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, রবিবার একদিনে করোনা শনাক্ত হন ৪৮ হাজার ৫০৪ জন। শনিবার একদিনে শনাক্ত হন ৫৭ হাজার ৭১৩ জন। শুক্রবার গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৭৪৯ জন। তার আগের দিন বৃহস্পতিবার (০৮ জুলাই) একদিনে ৫৪ হাজার ২২ জন করোনা শনাক্ত হন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।