দেশে করোনায় দৈনিক ১০ হাজারের বেশি রোগী শনাক্ত।

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ১১:০৩ এএম

দেশে করোনায় দৈনিক ১০ হাজারের বেশি রোগী শনাক্ত।

দেশে টানা ১১ দিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারতিে এমন সংক্রমণ পরিস্থিতি আগে দেখা যায়নি। এর আগে র্সবোচ্চ টানা ৬ দিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা নেয়া থাকলে সংক্রমণের ঝুঁকি কমে আসবে, হাসপাতালেও রোগী কম র্ভতি হবে। মৃত্যু কমে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে,গত জানুয়ারি মাসে করোনা সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদরে ৭৩ শতাংশই টিকা নেননি ।

র্সবশষে ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থকেে গতকাল বুধবার সকাল ৮টা র্পযন্ত) নতুন করে ১২ হাজার ১৯৩ জন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে টানা ৪ দিন ধরে করোনায় ৩০ জনরে বেশি মানুষের মৃত্যু হলো।

 

Link copied!