করোনায় ফের ২৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৭১৯

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২১, ১০:০৭ পিএম

করোনায় ফের ২৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৭১৯

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জন মারা গেছেন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১৯ জন। সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও আবার ৮ শতাংশের উপড়ে উঠে এসেছে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত এক দিনে ২৬ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে।  আর গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭১৯ জন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭  জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৩ শতাংশ। আর গত কয়েকদিন ধরেই মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৩ লাখ তিন হাজার ৯৯৪টি নমুনা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ, এবং নারী ৯জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন। খুলনা ও বরিশাল বিভাগে তিন জন করে ৬ জন। রংপুর বিভাগে ২ জন এবং সিলেটে ১ জন রয়েছেন। এদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১১ জন ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ এক হাজার ৬২৯ জন। আইসোলেশন থেকে এপর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ৯১ হাজার ৮৯৮ জন। আর বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৭৩১ জন।

Link copied!