গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। যা গতদিনের চেয়ে ২ জন বেশি। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৪৬ জনে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৭ জন। করোনা শনাক্ত হয় ৪৬৬ জনের দেহে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫২৩ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮২৯টি ল্যাবে ১৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৩ টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। এপর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন নয়জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ চারজন ও নারী পাঁচজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৭৭৫ জন ও নারী নয় হাজার ৯৭১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও খুলনা বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে আটজন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।