করোনায় বিশ্বে একদিনে সাড়ে ১১ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০৩:৪৫ পিএম

করোনায় বিশ্বে একদিনে সাড়ে ১১ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়ে গেছে। তবে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। কমেছে সুস্থ হওয়ার সংখ্যাও। বুধবার (২৫ আগস্ট) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখ। বিশ্বে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৪ লাখের বেশি লোক। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৪ লাখ ৬৫ হাজার ৪১৭ জন মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত মারা যায় ৪৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। সোমবার পর্যন্ত ৪৪ লাখ ৪৪ হাজার ৪৭০ জনের মৃত্যু হয়। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪৪ লাখ ৩৬ হাজার ৬৫৭। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৬৫৭ জন মারা গেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) একদিনে ৯ হাজার ২৯০ জন মারা যায়। সোমবার গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮১৩ জন মারা গেছেন। রবিবার একদিনে ৮ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত

বুধবার (২৫ আগস্ট) সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ১৮৬ জন। মঙ্গলবার পর্যন্ত করোনায়  শনাক্ত হয়েছেন ২১ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৬৮ জন । সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৪১৬। রবিবার পর্যন্ত শনাক্ত হন ২১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪১৮ জন। এই হিসেবে বুধবার (২৫ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১১৮ জন। মঙ্গলবার (২৪ আগস্ট) একদিনে শনাক্ত হন ৭ লাখ ২০ হাজার ৬৫২ জন। সোমবার গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন ও রবিবার (২২ আগস্ট) ৫ লাখ ৯৩ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হন।

করোনা থেকে সুস্থ

করোনায় সুস্থ হওয়ার সংখ্যা একটু কমেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার (২৫ আগস্ট)  পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৮১ জন। মঙ্গলবার (২৪ আগস্ট) পর্যন্ত সুস্থ হন ১৯ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৬৮৮ জন। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় ৬ লাখ ৩০ হাজার ১৯৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

করোনার সক্রিয় রোগী

বিশ্বে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত করোনার সক্রিয় রোগী রয়েছে ১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১ লাখ ১২ হাজার ৯২৮ জন। মঙ্গলবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৬২০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ছিল ১ লাখ ১২ হাজার ৩৯১ জন।

মৃত্যু ও শনাক্তে শীর্ষে থাকা ৩ দেশ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, করোনায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৪৮ হাজার ১৬১ জন। বুধবার (২৫ আগস্ট) একদিনে দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪৯৪ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জন করোনায় মারা গেছেন।আর করোনায় আক্রান্ত হিসেবে  শনাক্ত হয়েছেন ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮ জন। বুধবার (২৫ আগস্ট) গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৮৮৫ জন।

মৃত্যুর দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশের প্রতিবেশি এ দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজার ৭৮৮ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৭০ জন। বুধবার গত ২৪ ঘন্টায়  দেশটিতে ৭৩৮ জন মারা গেছেন। মঙ্গলবার একদিনে ২৬৬ জনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!